পিবিএ, সেনবাগ(নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীরের নেতৃত্বে প্রায় ৩৮ জন ছাত্রলীগের নেতা-কর্মী সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার মাঠ থেকে ধান কেটে কৃষকদের বাড়িতে পৌছে দেন।
কৃষক লিটন বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। এ সময় ধান কাটার সাহায্য করতে আসে সেনবাগ উপজেলা, কলেজ, ও পৌর ছাত্রলীগের একদল নেতা-কর্মী।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ, নিজুম, কলেজের রায়হান, জাহিদুল ইসলাম আমান, মিঠু, আরিফুল ইসলাম, রিয়াদ মিয়াজী, জুয়েল, শেখ ফিরোজ, ইমরান হোসেন, বাবু, রাজু সৈকত, সায়েম কলেজ ছাত্রলীগ নেতা আবু শোয়েব, ও পৌর ছাত্রলীগ নেতা রায়হান প্রমুখ।
পিবিএ/ মোঃ জাহাঙ্গীর আলম/এমএ