উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): এ কেমন শত্রুতা ! পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের সবজি ক্ষেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনা ঘটেছে শুক্রবার (৪ অক্টোবর) রাতের আঁধারে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের সবজি ক্ষেতে।
ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রতিদিনের মত তিনি খেত পরিচর্চা করে রাতে বড়িতে ফেরেন। সকালে দেখেতে পায় তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। সে প্রায় ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা,পুইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছেন। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ কান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য শওকত আকন বলেন, বিষয়টি আমাকে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক। আমি থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে বলেছি। যারা এ কাজটি করেছে, তারা ঘৃণিত কাজ করেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার তিনি আশ্বাস দেন।