কৃষি মাঠে লাল সবুজকে ছড়িয়ে দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা

শাহরিয়ার মিল্টন,শেরপুর: বিজয়ের মাস ডিসেম্বরে কৃষি মাঠে লাল সবুজকে ছড়িয়ে দিয়েছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা। কৃষি মাঠে শাক দিয়ে জাতীয় পতাকার আদলে চিত্রকর্ম ফুটিয়ে তুলে তারা আলোড়ন সৃষ্টি করেছেন । এতে তারা ব্যবহার করেছেন লাল শাক ও পালং শাক। তাদের এই অসাধারণ চিত্রকর্ম দেখতে ভীড় করছেন জেলার বিভিন্ন স্তরের মানুষ। কৃষি মাঠে জাতীয় পতাকা তৈরি করে তারা দেশের প্রতি দেখিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।

জানা গেছে, শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকদের সহযোগিতা ও উৎসাহে শিক্ষার্থীরা ওই চিত্রকর্মটি বানাতে সফল হয়েছেন। শাক দিয়ে তৈরি করা লাল বৃত্তে রয়েছে লাল শাক ও সবুজ বৃত্তে রয়েছে পালং শাক। শিক্ষার্থীরা জানান, সামনের দিনগুলোতে তারা বঙ্গবন্ধুর ছবি ও স্মৃতিসৌধ তৈরি করবেন। শিক্ষার্থী প্রতীক রহমান বলেন, ‘৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। সেই চিন্তা মাথায় রেখেই এ বিজয়ের মাসে আমরা আমাদের শিক্ষকদের নির্দেশনায় লাল শাক ও পালং শাক দিয়ে এই পতাকা তৈরি করেছি। আমরা এর মাধ্যমে জাতীয় পতাকা সম্পর্কে জানতে পারছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই চিত্রকর্মটি দেখতে আসছেন, আমাদের প্রশংসাও করছেন। সামনের দিনগুলোতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’

শেরপুর পৌরসভার খরমপুর থেকে ব্যতিক্রমী এ পতাকা দেখতে আসা সাবিদ বলেন, ‘আমি প্রথমে শুনেছি, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে শাক দিয়ে পতাকা বানিয়েছেন। পরে আমি আমার ড্রোন নিয়ে ছুটে এসেছি ভিডিও করতে।’

ফেসবুকের মাধ্যমে শাক দিয়ে জাতীয় পতাকা তৈরির খবর পান চরশেরপুরের শোয়াইব রহমান। তিনি বলেন, ‘দেরি না করে এখানে এলাম, পতাকাটা দেখলাম। আমার খুব ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি, শেরপুরকে দেশবাসীর মাঝে এ কাজের মাধ্যমে তুলে ধরা সম্ভব।’

এ ব্যাপারে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল আজম খান বলেন, আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমাতে তাত্তিকভাবে বিভিন্ন কাজ শেখানো হয়। তাছাড়া হাতে কলমে শিখানোর জন্যই এই কৃষি মাঠ। প্রত্যেক ছাত্রের জন্য মাঠে আলাদা আলাদা প্লট আছে। তারা সেখানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এখানে দেশপ্রেম প্রকাশে তারা শাক দিয়ে জাতীয় পতাকা বানাতে সফল হয়েছেন।

আরও পড়ুন...