কৃষি শুমারি উপলক্ষে গাইবান্ধায় বর্ণ্যাঢ্য র‌্যালী

পিবিএ,গাইবান্ধা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অধিনে রোববার গাইবান্ধায় কৃষি শুমারি উপলক্ষে আলোচনা ও বর্ণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।


র‌্যালী পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা রেজোয়ানা কবির, সিভিল সার্জন ডা. মো: এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর কবির, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ শর্মা, আমিরুল ইসলাম, মকবুল হোসেন, আব্দুর রশিদ প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। নানাবিধ প্রতিকুলতা সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশে^র রোল মডেল তাই টেকসই উন্নয়ন পরিকল্পার মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে।
উলে¬খ্য ৯ জুন থেকে আগামী ২০ শে জুন পর্যন্ত কৃষি (শস্য, সৎস্য ও প্রনিসম্পদ) শুমারির আওতায় পল¬ী ও শহর এলাকায় কৃষি তথ্য সংগ্রহ করা হবে।

পিবিএ/এমএম/হক

আরও পড়ুন...