পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী দূরপাল্লার বাসে ‘ফ্যামিলি প্যাকেজ’ নাম দিয়ে করোনায় জারি করা সরকারি স্বাস্থ্যবিধি ভেঙে যাত্রী পরিবহন করা হচ্ছে। এমনকি সম্পূর্ণ অপরিচিতদেরও পাশাপাশি সিটে বসিয়ে দেয়া হচ্ছে।
বুধবার (১২ আগস্ট) রাতে নগরের দামপাড়া, একে খান গেইট এবং অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে এ অভিযোগে বেশ কয়েকটি বাস কাউন্টারকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার, উমর ফারুক ও আলী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘ইদানিং দেখা যায় কিছু বাস কাউন্টার সরকারি আদেশ উপেক্ষা করে নিজস্ব পন্থায় ‘ফ্যামিলি প্যাকেজ’ করে পাশাপাশি সিটে যাত্রী বসায়। এমনকি আপরিচতদেরও ফ্যামিলি বলে চালিয়ে দুজনকে পাশাপাশি সিটে বসাচ্ছিল, যা সরেজমিনে তদন্তে পাওয়া যায়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, ‘গাদাগাদি করে বসা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন পরিবহনকে অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযানে সৌদিয়া বাস কাউন্টারকে ৪০ হাজার, ইউনিক বাস কাউন্টারকে ৩০ হাজার, জোনাকি পরিবহনকে ১ হাজার, বিলাস পরিবহনকে ২ হাজার, তিশা পরিবহনকে ১ হাজার, শ্যামলী পরিবহনকে ১ হাজার, যাত্রী পরিবহনকে ১ হাজার এবং অনিমা পরিবহনকে ৫ টাকা জরিমানা করা হয়।
পিবিএ/এসডি