কেন্দ্রীয় চরিত্রে তনুশ্রী

Tanusree

পিবিএ ডেস্ক : হিমাচলের একটা ছোট্ট শহরে মেয়ে জিনিয়াকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল অনির্বাণ ও তনুর। তারপর একদল নতুন মানুষ এসে তাদের বাড়ির কাছেই বসবাস শুরু করে। নতুন প্রতিবেশিরা আসার দিন দু’য়েক পরেই আচমকা নিখোঁজ হয়ে যায় জিনিয়া। জিনিয়ার খোঁজ কীভাবে পাওয়া যাবে? এই নিয়েই এগিয়ে যাবে গল্প।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত ও মমতা শংকরকে। সংগীত পরিচালনা করছেন রাতুল শংকর। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে প্রযোজনা করছে ড্রিমলাইনার এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে লাইফ অন রিলস এলএলপি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...