পিবিএ,স্পেন: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি) মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন নব-গঠিত বাংলাদেশ আওয়ামীলীগ স্পেন শাখার নেতৃবৃন্দ। নবগঠিত স্পেন আওয়ামী লীগের সভাপতি মোঃ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক এ কে এম সেলিম রেজা এক শুভেচ্ছা বার্তায় বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ক্যাসিনোমুক্ত যুবলীগ গড়তে তারা শক্ত হাতে অবস্থান করবেন এই প্রত্যাশা করি।
পিবিএ/বিএইচ