পিবিএ,ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত অধিকাংশ বুথে একটি ভোটও পড়েনি। আর তাই অলস সময় পার করছেন নির্বাচন পরিচালিত নিয়জিত কর্মকর্তা কর্মচারীরা।
ভোটার অনুপস্থিত থাকায় বৃহস্পতি বার সকাল ১০ টার দিকে দক্ষিন খানের মোল্লাটেক উদয়ন উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষের সামনে এক আনসার সদস্যকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়।
অপর দিকে দুপুর ১টা ৩০ মিনিটে মনিপুর স্কুল এবং কলেজের দ্বিতীয় তলার ভোটকক্ষ ২০৯ নম্বর বুথে গিয়ে দেখা গিয়েছে ভোটার অনুপস্থিত থাকায় পুলিং এজেন্ট ঘুমিয়ে সময় পার করার দৃশ্য পরিলক্ষিত হয়।
দ্বিতীয় তলায় ৪টি বুথ কক্ষে ১ হাজার ৯২০টি মহিলা ভোটার থাকলেও এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৪টি ভোট পরেছে।
প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান পিবিএকে বলেন, মেঘলা আকাশ থাকায় সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম ছিল। আমি মনে করি দুপুরের খাবার শেষে ভোটারদের উপস্থিতি বাড়বে।
পিবিএ/হক