এম. ইব্রাহীম সরকার, পিবিএ, ঢাকা : কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে ইসির অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগনের সাথে রুদ্ধদার বৈঠক শুরুর পূর্বে স্বাগত বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
সিইসি নুরুল হুদা বলেন, এজেন্টদের বাড়িতে গিয়ে আনতে পারব না, তবে কেন্দ্র আসলে এজেন্ট দের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কোন এজেন্ট এর কোনরুপ সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি করতে হবে।
তিনি আরো বলেন, অতীতের সকল অভিযোগ পিছনে ফেলে দিয়ে এবার একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কঠোর ভূমিকা পালন করবে।
বিএনপির ইভিএমের বিরোধিতাকে ইঙ্গিত করে তিনি বলেন ইভিএমকে অভ্যাসগতভাবে কেউ এর বিরোধিতা করেন। কেন্দ্র দখল করে বা ইভিএম মেশিন ছিনতাই করে কোন লাভ হবে না। একজনের ভোট অনজনে দিতে পারবেনা।
তাবিথ আউয়ালের উপর হামলার বিষয়ে সিইসি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ হয়েছে। রিটার্নিং অফিসার সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, ওসি ও মেজিস্ট্রেটকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণের এ বৈঠকে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিবিএ/জেডআই