কেমন হবে আগামী দিনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পিবিএ,যশোর: ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা ও আগামী দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) কেমন হবে তা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উপাচার্য জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীসামনে রেখেআগামী ১০ বছরের জন্য দেড় হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

সম্মানজনক র‌্যাংকিং-এ উত্তরণ ঘটাতে ভিশন ও মিশন নির্ধারণ, তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্কে স্টার্ট-আপ কোম্পানি সৃষ্টি করার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য জায়গা বরাদ্দ, শিক্ষকদের গবেষণা ও পিএইচডি গবেষকদের জন্য আবাসিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

উপাচার্য আরও জানান, যবিপ্রবিকে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছি। এ লক্ষ্যে শিক্ষকবৃন্দকে গবেষণা কর্মে উদ্বুদ্ধ করা হয়েছে, যার ফল আমরা পেতে শুরু করেছি। ইতোমধ্যে তিনটি গবেষণালব্ধ ফলাফলের পেটেন্ট রাইটের জন্য জমা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।
গবেষণা কর্মকান্ডকে গতিশীল করার জন্য গত এক বছরে বিশ্বমানের একটি জিনোম সেন্টার, এ অঞ্চলের মৎস্য খাতের বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য ‘হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব স্থাপিত হয়েছে। সকল বিভাগের ল্যাবরেটরিগুলো আধুনিকায়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে যা ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়ে চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চলমান ১০ বছরের উন্নয়ন পরিকল্পনার অসমাপ্ত কাজসমূহ দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে, এর মধ্যে অনেক কাজ শেষ হয়েছে আর বাকি কাজ শেষের পথে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘আইসিটি সেন্টার ফর এক্সেলেন্স’ নামে একটি ভবন নির্মাণকাজ খুব শীঘ্রই শুরুহতে যাচ্ছে।

আগামী বছর থেকেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিসহ এ সংক্রান্ত সার্বিক কর্মকা- পরিচালনার জন্য একটি ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সার্ভিস সেন্টার চালু হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুবপ্রবির শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য একটি ইন্টারন্যাশনাল অফিস প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণালব্ধ প্রযুক্তি ও প্যাটেন্ট রাইট বাজারজাতকরণের জন্য ‘টেকনোলজি ট্রান্সফার অফিস’ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

পিবিএ/এমএইচ/হক

আরও পড়ুন...