পিবিএ, কেমব্রিজ– চলতি বছর কেমব্রিজ অভিধানে জায়গা করে নিয়েছে ‘Nomophobia’। পিপল’স ওয়ার্ড বা জনগণের শব্দ হিসেবে অভিধানে জায়গা পেল শব্দটি।
সম্প্রতি চারটি শব্দের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিলেন কেমব্রিজের সম্পাদকমণ্ডলী। ভোট দিয়ে পছন্দের ‘শব্দ’টিকে বেছে নিতে বলা হয়েছিল। সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়ে ২০১৮-র পিপল’স ওয়ার্ড নির্বাচিত হয় Nomophobia।
হাতের কাছে নিজের মোবাইল বা স্মার্ট ফোনটি ছাড়া যে উদ্বেগ বা উত্কণ্ঠা আজকাল মনের মধ্যে তৈরি হয় বা হতে পারে, তা বোঝাতেই কেমব্রিজের অভিধানে Nomophobia (নমোফোবিয়া) শব্দটির সংযোজন।
Nomophobia ছাড়াও ভোট প্রয়োগের জন্য দেওয়া বাকি তিনটি শব্দ: gender gap, ecocide ও no-platforming।
পিবিএ/এমটি/এএইচ