পিবিএ,ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি আলাল ও আরিফ’কে গ্রেফতার করেছে র্যাব- ১০।
গত ৫ আগস্ট রাজধানীর শ্যামপুর এলাকায় বসবাসকারী ভিকটিম সংসারের অভাব অনটনের কারনে কাজের সন্ধানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এসে অজ্ঞাতনামা ব্যক্তিদের কতৃক গণধর্ষণের স্বীকার হয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনাম ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করেন। যার মামলা নং-১৬, তারিখ-০৬/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/৮/৯(৩) তৎসহ ৩২৩/৫০৬ ধারা পেনাল কোড। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর র্যাব উক্ত গণধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গতকাল (৬ আগস্ট) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধর্মাসুর সোনাকান্দা রাস্তা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডিপো সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার পলাতক আসামি ১। মোঃ আলাল মিয়া (৪৮) ও ২। মোঃ আরিফ মিয়া (৩৭)-কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ১টি মোবাইল ফোন ও নগদ- ৩৩০/- (তিনশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।