কেরাণীগঞ্জে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

পিবিএ,ঢাকা: ঢাকার মোহাম্মদপুর ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে প্রতারক চক্রের মূলহোতা সোহেল রানাসহ ০৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল (২৫ জুলাই) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন জিনজিরা এলাকায় ও মোহাম্মদপুর থানাধীন ১ নং গলি ময়ুর ভীলা রেলস্টোর এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহীর শাহ্মখদুম থানার মামলা নং-০১ তারিখ-০৬/০২/২০২২ খ্রিঃ; ধারা-দন্ডবিধি আইনের ৪২০/৪০৬/১০৯/৩৪। উক্ত প্রতারণা মামলার মূলহোতা মোঃ সোহেল রানা (৪৫) ও তার সহযোগী ১। মোঃ তৈয়ব আলী খাঁ (৬০), ২। মোঃ লিটন খাঁ (২৫), ৩। মোছাঃ জিয়াসমিন (৪০), স্বামী-মোঃ সোহেল মিয়াদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা মামলা রুজুর বিষয়টি জানতে পেরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...