আনুমানিক চার লক্ষাধিক টাকা মূল্যমানের ১৪.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ।
গতকাল (৪ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ১৭:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ৪,৩৫,০০০/- (চার লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা মূল্য মানের ১৪.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল মিয়া (৩৫) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।