পিবিএ,ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে হত্যা মামলার পলাতক আসামি রাকিব হোসেন রকি’কে গ্রেফতার করেছে র্যাব- ১০।
এরই ধারাবাহিকতায় গতকাল ৮ আগস্ট আনুমানিক ২০:৫৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-০১ তারিখ-০১/০৮/২০২৩ খ্রিঃ; ধারা-৩০২/৩৪/৩৭৯ পেনাল কোড (হত্যা মামলা) এর পলাতক আসামি মোঃ রাকিব হোসেন রকি (৩০)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।