পিবিএ,ঢাকা: ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ডাবল মার্ডার মামলার এক আসামির। বুধবার রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আসামির নাম চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫)।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, চাঁন মিয়া কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০০২ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্য গুলি করে দুজনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৪ সাল থেকে চাঁন মিয়া কারাগারে বন্দী। আদালতে সব সাক্ষী ও প্রমাণাদির সাপেক্ষে তিনি ডাবল মার্ডারে দোষী সাব্যস্ত হন। সবশেষ মামলার কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
পিবিএ/বাখ