কোকাকোলা: ছবিতে আসছেন সানি লিওন

পিবিএ ডেস্ক: ইংরেজি ও হিন্দির পাশাপাশি পাঞ্জাবি ভাষায় বেশ স্বচ্ছন্দ সানি লিওন। এ বলিউড নায়েকের ঝুলিতে যুক্ত হচ্ছে আরেকটি ভাষা। উত্তর প্রদেশের কিছু অংশে ব্যবহৃত নির্দিষ্ট একটি ভাষার ভঙ্গিমা শিখছেন নতুন করে নতুন একটি সিনেমার জন্য এই কসরত করছেন সানি।

তার নতুন ছবির নাম ‘কোকোকোলা’। হরর-কমেডি ঘরানার ছবির গল্প উত্তর প্রদেশের আবহে এগোবে। তাই নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে স্থানীয় ভাষা ও প্রকাশভঙ্গি রপ্ত করছেন সানি। এ নিয়ে “জিসম টু” সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া সাবেক পর্নো তারকা বলেন, সব সময় খুবই খোলা মনে কাজ করি আমি। ভাষা হোক বা অন্য কিছু নতুন করে শিখতে আমার কোনো অসুবিধে নেই। যেন অভিনেতা হিসেবে নিজেকে আরও দক্ষ করতে পারি। উচ্চারণ ঠিক করতেও আমি আলাদা করে পরিশ্রম করছি।

সঙ্গে যোগ করলেন, জুলাইয়ে শুরু হবে ‘কোকাকোলা’র দৃশ্যায়ন।

হিন্দির পাশাপাশি বেশ কিছু দক্ষিণ ভারতীয় ভাষার ছবিতে কাজ করেছেন সানি। সেখানে কাজ করতে গিয়ে নতুন এক সংস্কৃতিও শিখেছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া বাংলা ও নেপালি সিনেমায় আইটেম গানে নেচেছেন সম্প্রতি।

 

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...