কোচিং বাণিজ্যে: স্কুল অফিস সহকারী কোচিং শিক্ষক

পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সত্তার (২৯)গোপনে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের কোচিং সেন্টারে পড়াতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে।

কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার এর কোচিং সেন্টারে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্র ছাত্রীর সমন্বয়ে গোপনে কোচিং সেন্টার পরিচালনা করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় কোচিং সেন্টারের তিনি উদ্যোক্তা এবং তিনি শিক্ষক। এ বিষয়ে কোচিং শিক্ষক ও কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার প্রথমে তিনি কোচিং বাণিজ্যের কথা অস্বীকার করলেও পরবর্তীতে তা স্বীকার করে পিবিএ কে বলেন, আপনারা কোচিং এর গেজেট দেখেন আমি( আব্দুস সত্তার) কোচিং করাচ্ছি না, প্রাইভেট পড়াচ্ছি, বলে এড়িয়ে চলে যান।

কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ররেন্দ্র কুমার মোবাইল ফোনে বলেন, অফিস সহকারী কোচিং ও প্রাইভেট শিক্ষকতা করার আইনত কোন বৈধতা নেই, অফিস সহকারি আব্দুস সত্তার যদি কোচিং বাণিজ্যের সাথে সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায় তবে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

কমলগঞ্জ উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

পিবিএ/আহাদ/হক

আরও পড়ুন...