পিবিএ.গোপালগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, কোচিং সেন্টার বন্ধ করার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রাণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার প্রাইমারী স্কুলগুলোতে ভবন দিয়েছি, বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছি, ভালো শিক্ষক-শিক্ষিকা দিয়েছি তাহলে ছেলে মেয়েরা কেন কোচিং-এর উপর আকৃষ্ট হবে। আমাদের প্রাইমারীর দিকে আসছে না কেন? শিক্ষা ব্যবস্থায় সে সব বাধা-বিঘ্ন আছে, যে সব সমস্যা রয়েছে তা আমরা দূর করব।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষা হল শিক্ষার ভিত্তি। জাতি গঠনে প্রাথমিক শিক্ষা দিয়েই শুরু করা হয়। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয় দিয়ে একটি ভাল জাতি তৈরী হতে পারে, আবার একটা জাতি ধ্বংস করে দেয়া যেতে পারে। কোচিং সেন্টার বন্ধ নয় ঢেলে সাজিয়ে নীতিমালা তৈরী করব।
তিনি আরো বলেন, বেসরকারী স্কুলগুলোতে পড়তে পারবে না এমন নয়, তাহলে কি আমাদের বিদালয়গুলো খারাপ, শিক্ষক শিক্ষিকা খারাপ। সরকরী কর্মকর্তাদের ছেলে মেয়েরা যাতে সরকারী স্কুলগুলোতে পড়ে সেজন্য ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তিনি সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রৌমারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া জাকির ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন।
পিবিএ/বিএস/ইএইচকে