কোটালীপাড়া অসহায় প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলেন

পিবিএ,কোটালীপাড়া: গোপলগঞ্জের কোটালীপাড়ায় মহামারী করোনা ভাইরাসের কারণে ধান না কাটতে পাড়ায় , অসহায় প্রতিবন্ধী কৃষক সোনাতন অধীকারির ১বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেওয়া হয়েছে । আজ সকালে উপজেলার জহেরের কান্দি গ্রামে গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টুর নির্দেশে ধান কেটে দেন আওয়ামীলীগ নেতা সৌমেন হালদার, শিক্ষক সূর্যকান্ত হালদার, রামশীল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অনুপ হালদার মনা, যুবলীগ নেতা সৌরভ,উত্তম, ছাত্র অশোক,সমির,ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক অনুপ হালদার মনা,মানিক ঢালী, দুলাল,এ্যাকেন,নিরব,ও এ্যাকেন রাজীব,মানিক হালদার সহ অন্যরা।

অসহায় প্রতিবন্ধী কৃষক সোনাতন অধীকারির বলেন আমি কৃষক সংকটের জন্য ধান কাটতে পারছিলাম না, এদের সাথে যোগাযোগ করলে আজ আমার ধান কেটে বাড়ি পৌছে দেন।

গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন কৃষক সনাতন অধিকারী করোনা ভাইরাসের কারণে কৃষক পাচ্ছিল না। পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমার নির্দেশে তার এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...