শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে

কোটালীপাড়ার আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ

সুমন বালা,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে বিতরণ করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।

বৃহস্প‌তিবার (২৮‌সেপ্টেম্বর) উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে দেবদুলাল বসু পল্টু উন্নত খাবার বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

দেবদুলাল বসু পল্টু বলেন, প্রতি বছরই আমি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দরিদ্র শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করে থাকি। এরই ধারাবাহিকতায় এ বছর আমি দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করলাম। এছাড়াও আমি আমার বাড়ির মন্দিরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছি।

আরও পড়ুন...