কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে শোক র‌্যালি

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি বের করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরে বাম গনতন্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ শোক র‌্যালি বের করেন।

শহর প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সিপিবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মুকুল, বিল্পবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা সমন্বয়ক রেবতী মোহন বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা আহ্বায়ক আবু সাইদ, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানীসহ অনেকেই।

বক্তারা বলেন, কোটা আন্দোলনে ছাত্রসহ অসংখ্যা নিহতের সাথে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। নিহতদের পরিবারকে এককালীন ভাতা প্রদান করতে হবে। ইন্টারনেট সেবা চালু করতে হবে। প্রকৃত নিহতের সংখ্যা দ্রুত সরকারকে সাধারণ জনগনের সামনে উপস্থাপন করতে হবে। ছাত্রদের গ্রেফতার বন্ধ করতে হবে এবং জেল হাজতে ছাত্রদের মুক্তিসহ সকল মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।

আরও পড়ুন...