কোটি টাকা আত্মসাৎ ও নির্বাচন বাতিলের দাবি

পিবিএ,টাঙ্গাইল: মধুপুরের পঁচিশ আবিমা আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (আকূল) এর প্রাক্তন ম্যানেজারের কোটি টাকা আত্মসাৎ ও প্রহসন মূলক সমিতির নির্বাচন আয়োজন বাতিল এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমিতির সদস্য ও এলাকার নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের মানুষ।

শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পঁচিশ মাইল সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। পরে অফিস কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। এদিকে কার্যালয় ঘেরাও করায় নির্বাচন স্থগিত ঘোষণা করে সমিতি কর্তৃপক্ষ।

এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, সমিতির সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী ডেভেলভমেন্ট কাউন্সিল সভাপতি মি. অজয় মৃ, সমিতির সদস্য ও আদিবাসী নেত্রী পিউ ফিলোমিনা, সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক থমাস চাম্বুগং, সমিতির সদস্য ও আদিবাসী নেতা প্রবীন চিসিম, হেরিট সিমসাং ও মিনু মারিয়া প্রমুখ।

পিবিএ/টিএ/এমএসএম

আরও পড়ুন...