কোনও যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদেরও আওয়ামী লীগের সদস্য করা হবে না: কাদের

পিবিএ,ঢাকা: মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাবিরোধী অথবা সাম্প্রদায়িক মনোভাবাম্পন্ন কাউকে দলের সদস্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদেরও আওয়ামী লীগের সদস্য করা হবে না। আমাদের দলের এ বিষয়ে একটা নীতিমালা আছে, দলের চেতনা আছে। চেতনার সঙ্গে কোনও আপস নাই আমাদের।’

এদিকে গত ১ জুলাই থেকে সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছে আওয়ামী লীগ। সদস্য নবায়নের চেয়ে নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এবার প্রায় ২ কোটি সদস্যের লক্ষ্যমাত্রা রয়েছে ক্ষমতাসীন দলটির।

আওয়ামী লীগের সদস্য সংগ্রহের ক্ষেত্রে যুদ্ধাপরাধী জামায়াত পরিবারের সংশ্লিষ্টতা থাকলে তাদের সদস্য করা হবে- এমন গুঞ্জনে সোস্যাল মিডিয়ায় সমালোচনার বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবার ওবায়দুল কাদের বলেন, ‘ধোঁয়াশার কোনও কারণ নেই, এখানে আমাদের দলের অবস্থান সব সময়ই একই রকম। নতুন কোনও অবস্থান এখানে নেই।’

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি ৩ বছর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। আর নির্দিষ্ট সময় পরপর নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...