কোপা আমেরিকার সেমি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা

পিবিএ ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে পেনাল্টি শ্যুট আউটে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। এর আগে ২০১১ ও ২০১৫ সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হারতে হয়েছিল সেলেকাওদের। কিন্তু এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দিলেন না ব্রাজিলের খেলোয়াড়রা। গ্যাব্রিয়েল জেসাসের স্পট কিক জালে জড়িয়ে যেতেই শেষ চারে ব্রাজিল। উইলিয়ান অবশ্য ম্যাচের নির্ধারিত সময়ই জয় এনে দিচ্ছিলেন। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের আগে প্রমাদ গু‌নেছিল ব্রাজিল মিডিয়া। বারবার আলোচনায় উঠে আসছিল আর্জেন্টিনা ও চিলিতে আয়োজিত শেষ দু’বার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে নিয়ে গিয়ে শেষ হাসি হেসেছিল প্যারাগুয়ে। আবারও একই অঘটনের আশঙ্কা করছিলেন সাংবাদিকরা।

কিন্তু এবার তা হতে দেয়নি ব্রাজিল। পোর্তো অ্যালেগ্রে-র গ্রেমিও এরিনায় গোলকিপার অ্যালিসন গুস্তাভোর প্রথম শটটাই বাঁচিয়ে দেন। কিন্তু ফার্মিনো গোল করতে না পেরে চাপ আবার বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত প্যারাগুয়ের ডের্লিস গঞ্জালেজও গোল করতে ব্যর্থ হলে সেই সুযোগকে কাজে লাগান জেসাস। গত ম্যাচে তিনি ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করলেও এবার তিনকাঠি চিনতে কোনও ভুল হয়নি তাঁর।

সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলতে হবে ব্রাজিলকে। মঙ্গলবার বেলো হরাইজন্তে-তে হবে সেই সেমিফাইনালটি।

এদিন শুরু থেকে ব্রাজিল ঝকঝকে ফুটবল খেলছিল। চমৎকার পাসিং খেলে ম্যাচের চার মিনিটেই এভার্টন বক্সের কাছে এসে বল বাড়ান ফার্মিনোকে। কিন্তু ফার্মিনোর শট অনায়াসে ধরে নেন গোলকিপার রবার্তো ফার্নান্ডেজ। স্থানীয় নায়ক এভার্টন যখনই বল ধরছিলেন তখনই গর্জন করে উঠছিল দর্শক।

চেষ্টা করেও ব্রাজিল গোলের মুখ খুলতে পারেনি। পাসের পর পাস খেলে গেলেও গোল হয়নি। জেসাস একটি দারুণ সুযোগ পেয়েছিলেন। তার ঠিক আগেই তাঁকে মাঝমাঠে তুলে আনেন কোচ টিটে। কিন্তু আট গজ দূরে বল পেয়েও কাজ হাসিল করতে পারেননি তিনি।

তবে শেষ পর্যন্ত জেসাসের স্পট কিক থেকেই গত দু’বারের হারের শাপমোচন ঘটল। শেষ চারের দরজা খুলে ফেলল সেলেকাওরা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...