কোভিড-১৯ থাবায় কাতর চারঘাট উপজেলা চেয়ারম্যান

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: কোভিড-১৯ শুরু থেকেই রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় কাজ করছেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক ফকরুল ইসলাম। আজ তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমবেদনা জ্ঞাপন।

ধনী, গরীব, ধর্ম, বর্ণ কেউ রেহায় পাচ্ছে না এই করোনা থেকে। রাজশাহীও তার ব্যাতিক্রম নয়। করোনার আক্রমন থেকে জেলার চারঘাট উপজেলার জনগন বেশির ভাগ সময় নিবিগ্নে নিশ্চিত ছিল। গত ঈদুল আযহার পরেই এক-দুটি করে করোনা পজেটিভ বৃদ্ধি হতে থাকে। মঙ্গলবার কোভিড-১৯ এর শেষ তথ্য মতে চারঘাটে করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং তাদের মধ্যে ২জনের মৃর্ত্যু হয়েছে। সম্প্রতী উপজেলা চেয়ারম্যান ও তারঁ স্ত্রী রামেক হাসপাতালে করোনা পরীক্ষা করতে দিয়ে ছিলেন। গতকাল সোমবার রাতে করোন পজেটিভ পরিক্ষার রির্পোট পাওয়া গেছে। এইতথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র্কতৃপক্ষ পঃ পঃ কর্মকর্তা আশিকুর রহমান।

আজ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান এই পত্রিকার প্রতিনিধিকে বলেন, বেশ কিছু দিন হতে তার জ¦র অনুভব হচ্ছিল, যার কারনে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরীক্ষা করতে দিয়েছিলেন। ওই সময় তার স্ত্রীকেও করোনার উপস্থিতি পরীক্ষা করতে দেয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাতে দুই জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া যায়। বর্তমান তিনি ও তার স্ত্রী হোম আই সোলেইশনে আছেন।

এবিষয়ে ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, ওসি সুমিত কুমার কুন্ডু, যুগ্ম-সম্পদক অধ্যক্ষ শাহাজউদ্দিন, হাসানুজ্জামান মধু, পৌর সভাপতি সাজ্জাত হোসেন, সম্পাদক একরামুল হক, ছাত্রলীগ, যুবলীগ অঙ্গ সংগঠনসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা চেয়ারম্যানের পরিবারসসহ সকলের করোনা আরগ্য লাভের দোওয়া কামনা করেছেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...