রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ(নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে করোনা পরিস্থিতিতে অসহায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী নেতা কর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌর মিলনায়তনে মন্ত্রীর পক্ষে ২৭০ জন নেতা-কর্মীর মাঝে ৫ হাজার টাকা করে সাড়ে ১৩ লক্ষ টাকা বিতরন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি খীজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আরজুমান পারভিন রুনু, উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিবিএ/এসডি