কোম্পানীগঞ্জে বিকাশের ৯০ লাখ টাকা ছিনতাইয়ের নাটক

file photo

রহমত উল্যাহ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুমন মজুমদার(৪০) নামে বিকাশের এক ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ৯০লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ সুকানীর বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন মজুমদার চরপার্বতী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সন্তোষ কুমার মজুমদারের পুত্র। সে জানায়, গতকাল
বিকালে অফিসের সিদ্ধান্ত মোতাবেক বিকাশ এরিয়া অফিসের ৯০ লক্ষ টাকা নিজ জিম্মায় বাড়িতে রাখে। বুধবার সকালে উক্ত টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ সুকানীর বাড়ির দরজায় পৌছালে একজন মুখোশধারী তার উপর হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ দিকে তার এই বক্তব্যকে পরিকল্পিত নাটক আখ্যায়িত করে উক্ত বিকাশ অফিসের ডিলার ইমন সাহা বলেন, সুমনের বর্ণনা এবং ঘটনার বাস্তবতার আলোকে ছিনতাইয়ের এ ঘটনা পূর্ব পরিকল্পিত ও সাজানো নাটক। এ বিষয়ে তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, ঘটনার প্রাথমিক তদন্তের আলোকে ছিনতাইয়ের এমন ঘটনা সাজানো বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...