কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

নোয়াখালী বিদ্যুৎ চোর

পিবিএ,কোম্পানীগঞ্জ,নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জে অব্যাহতভাবে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে চলছে।

রবিবার দিবাগত রাতেই উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে করে গত রাত থেকে উক্ত এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
উল্লেখ্য, ইতিপূর্বেও গত ২ মাসে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন সময়ে ১৫ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। অব্যাহত ট্রান্সফরমার চুরির কারনে কোম্পানীগঞ্জ বিভিন্ন এলাকা অব্যাহতভাবে বিদ্যুৎবিচ্ছিন্নের ঘটনা ঘটছে।এ ঘটনার সাথে বিদ্যুৎ বিভাগের কারো সম্পৃক্ত থাকতে পারে বলে মনে করেন সচেতনমহল।
এদিকে, এসকল অব্যাহত ঘটনার ব্যাপরে কোম্পানীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জি এম জানান, “গত ২ মাসে আমাদের ১৫ টি ট্রান্সফরমার চুরি হয়। আমরা এই বিষয়ে থানা মামলা দায়ের করেছি।”

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...