কোম্পানীগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,কোম্পানীগঞ্জ,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চিহ্নিত এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ২ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম উদ্দিন ও এএসআই দেবু মজুমদারের নেতৃত্বে নারী পুলিশ সদস্য সহ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আলোচিত পলাতক আসামী মনোয়োরা বেগম প্রকাশ মরনিকে (৫০) বসুরহাট পৌরসভা থেকে গ্রেফতার করে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চিহ্নিত এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক মনোয়োরা বেগম (৫০)

গ্রেফতারকৃত মনোয়ারা বেগম বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের রসুল আমিনের স্ত্রী। কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম উদ্দিন গ্রেফতারের কথা নিশ্চিত করে পিবিএ’কে জানান, “গ্রেফতারকৃত মনোয়ারা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে একাদিক মামলার পলাতক আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।”

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...