কোম্পানীগঞ্জে মাদক বিরোধী কমিটি গঠিত

পিবিএ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জে তরুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষাকল্পে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ই মে) বিকাল ৪টায় বসুরহাট পৌরসভার উদোগে এই মাদক বিরোধী কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ পিপিএম।

মাদক বিরোধী কমিটি গঠিত
মাদক বিরোধী কমিটি গঠিত

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’র সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভিন রুনু, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খীজির হায়াত খান, বিএনপি সভাপতি আব্দুল হাই সেলিম, জামায়াত ইসলামী সভাপতি বেলায়েত হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন’কে আহ্বায়ক ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা’কে সদস্য সচিব করে এবং বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সদস্য করে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়।

মাদক বিরোধী কমিটি গঠন অনুষ্ঠান শেষে বসুরহাট পৌরসভার উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...