পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নাজমা আক্তার ঝুমুর (১৩) নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। নিহত নাজমা আক্তার ঝুমুর উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমের নতুন বাড়ীর মোঃ হানিফের কন্যা এবং স্থানীয় সমরত বানু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে রাফি ও পমি নামে দুই মামাতো ভাই-বোনের সাথে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায়। ঝড়ের মাত্রা বেড়ে গেলে রাফি ও পমি বাড়ি চলে আসতে চাইলে ঝুমুর পরে আসবে বলে তাদের পাঠিয়ে দেয়। ঝড় শেষে সনিয়া নামে এক মহিলা আম কুড়াতে গেলে ঝুমুরকে পাশের খালে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। বাড়ির লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িয়ে নিয়ে আসে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী লাশের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে কেউ ধর্ষন করে খালের পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিবিএকে জানান, “প্রাথমিক সুরতহাল রিপোর্ট গ্রহন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।” এদিকে খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, পিবিআই কর্মকর্তা, জেলা সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিবিএ/আরইউ/আরআই