কোম্পানীগঞ্জে স্বাধীনতা দিবস ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

পিবিএ, নোয়াখালী: যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নেয়। দিনের শুরুতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

সকাল সাড়ে আটটায় বসুরহাট এ এইচ সি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ও স্কাউট সদস্যদের কুচকাওয়াজ, শরীর চর্চা, ডিসপ্লে ও ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভিন রুনু সহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, সরকারী মুজিব কলেজ রোবার স্কাউট, বসুরহাট এ এইচ সি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ বালিকা উচ্চ বিদ্যালয়, বসুরহাট ইসলামীয়া ফাযিল মাদ্রাসা, বসুরহাট একাডেমী, মানিকপুর উচ্চ বিদ্যালয়, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয় স্কাউট দল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব দল অংশ গ্রহন করে।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় উপাসনলয়ে প্রার্থনা, এতিমখানা সমুহে খাবার বিতরন, মহান স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রয়েছে নানা কর্মসূচি।

পিবিএ/হক

আরও পড়ুন...