পিবিএ,ঢাকা: আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা ইতালিফেরত লোকজন বিক্ষোভ করছেন। আর বাইরে তাঁদের স্বজনেরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভস্থলে পুলিশের সঙ্গে ইতালিফেরত লোকজন ও তাঁদের স্বজনদের কথা-কাটাকাটি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বেলা দুইটা থেকে ইতালিফেরত বাংলাদেশি ও তাঁদের অভিভাবকেরা এই বিক্ষোভ শুরু করেন। হজ ক্যাম্প থেকে ইতালিফেরত লোকজন একপর্যায়ে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন।
তাঁরা অভিযোগ করেন, হজ ক্যাম্পে আনার পর তাঁদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলছে না। শুধু পানি ছাড়া তাঁরা কোনো খাবার পাচ্ছেন না। তাঁরা আরও অভিযোগ করেন, তাঁরা বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চান।
ইতালিফেরত এক ব্যক্তি গেটে দাঁড়িয়ে বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, তাঁদের রোমে পরীক্ষা করা হয়েছে, দুবাইয়ে আরেক দফায় পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে। কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, এখানে তাঁরা অমানবিক অবস্থার মধ্যে আছেন। শিশুরা আছে। কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না।
ইতালিফেরত স্বজনকে নিতে এসেছেন এমন এক ব্যক্তি জানান, কেউ কিছু বলছে না। তাঁদের কী করা হবে, তা–ও জানা যাচ্ছে না। তিনি আরও বলেন, ‘একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেছি।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি দেখা না গেলে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।
পিবিএ/এমআর