কোস্ট গার্ডের অভিযানে পাঁচ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে বুধবার ১৪ ডিসেম্বর আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-৫৭৩৫) তল্লাশী করতঃ শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ৬,৯০১ পিস শাড়ি, ২৯৯ পিস কাশ্মীরি শাল, ১৪৪ পিস থ্রি পিস ও ৪৪ পিস লেহেঙ্গা সর্বমোট ৭,৩৮৮ পিস ভারতীয় কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫,০৪,৪১,৩২০/০০ (টাকা পাঁচ কোটি চার লক্ষ একচল্লিশ হাজার তিনশত বিশ মাত্র)। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত কার্গো ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...