পিবিএ ডেস্ক: বিশ্বকাপে ফাইনালে না ওঠায় বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গুঞ্জন শোনা গিয়েছিলো তাকে বাদ দিয়ে অধিনায়ক করা হবে বিশ্বকাপে রানে শীর্ষে থাকা রোহিত শর্মাকে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্যারিবিয়ান সিরিজের জন্য বিরাট কোহলিকে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে দেশটির নির্বাচকরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পৃথক তিনটি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া
ভারতের স্কোয়াডে অনেক পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। যদিও খুব বেশি পরিবর্তনের আশ্রয় নেননি দল নির্বাচকরা।
বিশ্বকাপেই ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা থাকলেও সেটি না করে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ছুটি নিয়েছেন ফর্মে না থাকা উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ান। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন নবদ্বীপ সাইনি। এছাড়া চোট কাটিয়ে ঋদ্ধিমান সাহা ফিরেছেন টেস্ট দলে।
টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ প্যান্ট, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।
ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ প্যান্ট, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুযবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনি।
টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ প্যান্ট, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও নবদ্বীপ সাইনি
পিবিএ/ইকে