কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া

পিবিএ ডেস্ক : কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালের ফিকচার চূড়ান্ত করা হয়েছে। ফিকচার অনুযায়ী শেষ আটে বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জিরোনার। ২০১৮ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা আগামী ২২, ২৩ অথবা ২৪ জানুয়ারি সেভিয়ার ঘরের মাঠ রামোন সানচেজ পিজুয়ান সফরে যাবে। পরের সপ্তাহে ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত চার মৌসুমে টানা শিরোপা জয়ী বার্সেলোনা এবারও দারুনভাবে টুর্ণামেন্টে এগিয়ে গেলেও একটি অনাকাঙ্খিত ঘটনায় এবারের আসরে কিছুটা হলে বিচলিত হতে হয়েছে কাতালান জায়ান্টদের। শেষ ষোল’র লড়াইয়ে প্রথম লেগে লেভান্তের বিপক্ষে অবৈধ খেলোয়াড় হিসেবে টিনএজ ডিফেন্ডার চুমিকে মাঠে নামানো হয়েছে বলে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দের বিপক্ষে অভিযোগ তুলেছে লেভান্তে। কিন্তু অভিযোগটি দেরীতে করা হয়েছে বলে লেভান্তের পক্ষে কোন রায় দিতে পারেনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

এদিকে চলতি সপ্তাহে মাদ্রিদ লেগানেসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে। তবে এ্যাথলেটিকো মাদ্রিদও জিরোনার বিপক্ষে আগের রাউন্ডে জয়ী হতে পারেনি। সানতিয়াগো সোলারির দল শেষ আটে প্রথম লেগে ঘরের মাঠে খেলবে।

কোয়ার্টার ফাইনালের অপর দুটি ম্যাচে গেতাফে ফর্মহীনতায় থাকা ভ্যালেন্সিয়ার ও এস্পানেয়ল রিয়াল বেটিসের মোকাবেলা করবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...