পিবিএ,ঢাকা: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ ডমিঙ্গো বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন ফিল্ডিং নিয়ে।ব্যাটিং নয় বোলিং নয় ফিল্ডিংয়ই বাংলাদেশের মূল মাথা ব্যথার কারণ।
বিশ্বকাপেও এই ফিল্ডিং বেশ পুড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে।
তাইতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন ফিল্ডিং নিয়ে। মুশফিক-রিয়াদদের নিয়ে স্লিপে ক্যাচ অনুশীলন করেছেন রাসেল ডমিঙ্গো। পরে ফিল্ডিং কোচ রায়ান কুক বল আকাশে তুলে তুলে অনুশীলন করিয়েছেন বাউন্ডারি লাইনের ক্যাচও।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন পিচ নির্মাণ হবে আন্তর্জাতিক মাণদণ্ড অনুযায়ী। এবার কিছুটা ঘাস থাকতে পারেও বলে আভাস দিয়েছেন তিনি। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি হতে পারে পেস সহায়ক উইকেটে। এতে করে বাড়তি পরীক্ষা দিতে হতে পারে স্লিপে-শর্টে দাঁড়ানো ফিল্ডারদের।
এ জন্য কোচের বেশ মনোযোগ এই ক্যাচের উপর। সকালে জিম সেশন কাটানোর পর খেলোয়াড়রা অনুশীলন শুরু করেন সাকিব। নেটে ব্যাট করে ঘাম ঝরিয়েছেন লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। সাকিব-মুশফিকের জন্য বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।
পিবিএ/ইকে