পিবিএ, বিনোদন : নির্মাণ শেষে সম্পাদনার টেবিল থেকে এবার এস এম শিহাব ও ইবনে দাউদ স্বাধীন নির্মিত মেগা ধারাবাহিক নাটক ‘ক্যাটস আই’ মাইটিভিতে প্রচারিত হচ্ছে। আগামীকাল নাটকটির তৃতীয় পর্ব প্রচারিত হবে।
হাস্য-রসাত্মক গল্পের মধ্য দিয়ে বর্তমান সমাজের নানা চালচিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। এছাড়া প্রযুক্তির ব্যবহার-অপব্যবহার, সুফল-কুফল, সামজিক ব্যবস্থাপনা, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয় স্থান পেয়েছে কাহিনিতে। নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে সানজিদা রোজ। অমিত চৌধুরী রচিত এটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবির আহমেদ, জয়রাজ, এস এম কামরুল বাহার, নুর এ আলম নয়ন, প্রিয়ন্তি, তিনু করিম, বিবি কানিজ, সুবর্ণ সাইফুল, রইস খান ও মহসিন রনি। এই ধারাবাহিক নাটকটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮.১৫ মিনিটে মাইটিভিতে প্রচারিত হচ্ছে।
এই নাটকটিতে সানজিদা রোজের চরিত্রের নাম জমিলা। দেখা যাবে, গ্রামের একজন দরিদ্র গৃহবধূ, তার স্বামী একজন অটোচালক,জমিলার স্বামী ঢাকায় যাওয়ার পর তার কোন খোঁজ থাকে না। এদিকে জমিলা তার স্বামীর খোঁজে সবার কাছে ছুটাছুটি করে। আর এই সুযোগটা নিতে চায়,সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক, তার অসহায়ত্বের সুযোগ নিতে চায়। তাকে নানার প্রলোভন ও দেখানো হয়। কিন্তু জমিলা তার নিজের জায়গায় কঠোর।সে সমাজের বিভিন্ন উন্নয়ন কাজে অংশ নেয়, সে সমাজের সাথে যুদ্ধ করে টিকে থাকা এক সাহসী নারীর নাম জমিলা।
পিবিএ/এমএস