পিবিএ ডেস্ক: ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়া প্রসঙ্গে রণধীর কাপুর বলেন, ‘কে কীভাবে আর কেন এমন অনুমান করছেন, তা বলতে পারব না। আগে ওর সব ধরনের ডাক্তারি চেকআপ হতে দিন। আমরা নিশ্চয়ই আপনাদের জানাব।’
এভাবেই সংবাদমাধ্যম থেকে ঋষি কাপুরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর লুকিয়ে রেখেছিল তাঁর পরিবার। তবে তাঁর স্ত্রী নীতু কাপুর ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ইনস্টাগ্রামে পরিবারের সবার সঙ্গে ঋষি কাপুরের নববর্ষ উদ্যাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ভবিষ্যতে কর্কট হয়তো শুধু একটা রাশি হয়েই থাকবে।’ তাঁর এই লেখা পড়ে বলিউডে অনেকেই প্রায় নিশ্চিত হন, ইরফান খান, সোনালি বেন্দ্রের পর ঋষি কাপুরের দেহে ক্যানসার ধরা পড়েছে। বিটাউনে জোর গুঞ্জন, এই বলিউড তারকা নাকি তৃতীয় পর্যায়ের ক্যানসারে ভুগছেন। তাঁর দেহে ক্যানসার ছড়িয়ে পড়েছে। তারপরও ঋষি কাপুরের পরিবার থেকে কেউ কিছু বলেননি।
এদিকে ঋষি কাপুরের ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের প্রখ্যাত পরিচালক রাহুল রাওয়াইল গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ঋষি কাপুরের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে সেখানে তিনি লিখেছেন, ‘ঋষি কাপুর (চিন্টু) এখন ক্যানসারমুক্ত।’ পরে তিনি আরও বলেছেন, ‘চিন্টু নিজেই ফোন করে সুখবরটা আমাকে দিয়েছে। ও বলেছে ট্রিটমেন্টের কিছু ফলোআপ বাকি আছে। সেসব সেরেই দেশে ফিরবে।’
এরপর বার্তা সংস্থা আইএএনএস থেকে রণধীর কাপুর সঙ্গে যোগাযোগ করা হয়। এবার আর কিছু লুকাননি তিনি। ছোট ভাইয়ের অসুস্থতা নিয়ে বললেন, ‘সত্যিই ক্যানসার হয়েছে ঋষির। তবে চিন্তার কোনো কারণ নেই। দ্রুত সুস্থ হয়ে উঠছে ও। আমরা যতটুকু জেনেছি, ঋষি প্রায় ক্যানসারমুক্ত। আর মাত্র কয়েক মাস তাঁর চিকিৎসা চলবে। তারপর ও মুম্বাই ফিরবে।’
অনেক দিন হলো ঋষি কাপুর যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে নিউইয়র্কে এক হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। হোটেলে নয়, তাঁর ছেলে বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা রণবীর কাপুর বাবার জন্য সেখানে মোটামুটি বিলাসবহুল একটি বাসা ঠিক করে দিয়েছেন। স্ত্রী নীতু সিংকে নিয়ে ঋষি কাপুর এখন সেখানেই আছেন।
ঋষি কাপুর বলিউড হাঙ্গামাকে বলেছেন, ‘চিকিৎসার জন্য এসে একটু বিরতি পেয়ে গেলাম। এই সময়ে কোনো সিনেমা নিয়ে ভাবিনি। সব ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রেখেছি। এখন মনে হচ্ছে, এই সময়ে এমন একটু বিরতি খুব দরকার ছিল।’
ঋষি কাপুর যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাঁর মা কৃষ্ণা রাজ কাপুর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন মায়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি।
পিবিএ/জেআই