ক্যাম্পাস সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ

ক্যাম্পাস সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ

পিবিএ ডেস্কঃ বাংলাদেশে ক্যাম্পাস সহিসংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বছরের পর বছর ধরে বহু প্রাণহানি ঘটলেও অপরাধীরা সাজা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন।

এসব হত্যাকাণ্ড নিয়ে দ্রুত ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, এমন সহিসংসতার ক্ষেত্রে দায়মুক্তি বন্ধ করতে হবে।

বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, বাকস্বাধীনতা মানবাধিকার। কাজেই কেউ স্বাধীনভাবে মতপ্রকাশ করলে তাকে হয়রানি, নির্যাতন কিংবা হত্যা করা উচিত নয়।

ফেসবুকে সরকারের সমালোচনা করে নিজের মতপ্রকাশ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা গত রোববার রাতে বর্বর নির্যাতন চালিয়ে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করেছেন।

আবরার হত্যার নিন্দা জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন, এটি লোমহর্ষক ও দুঃস্বপ্নের মতো।

জাতিসংঘের এই নারী কর্মকর্তা বলেন, জনসমাগমস্থলে লোকজনের নিরাপত্তায় যেমন আস্থা রাখা দরকার, তেমনি বাবা-মাও যেন আস্থা রাখতে পারেন, তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানরা নিরাপদ রয়েছেন।

রাজধানীতে সিআইআইএসএস অডিটরিয়ামে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক আলোচনাসভায় তিনি এমন মন্তব্য করেন।

এদিকে বুয়েট শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বার্তায় বলা হয়, বুয়েটের ঘটনায় হতবাক ও দুঃখিত। যুক্তরাজ্য নিরবচ্ছিন্নভাবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে।

ঘটনাপ্রবাহ : বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু
১৬ মি. আগে আবরার হত্যার বিচার দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল
২৮ মি. আগে আবরারকে পিটিয়ে হত্যা: ১১ আসামির কার বাড়ি কোথায়
৪০ মি. আগে অমিত সাহার গ্রেফতারে আবরারের বাবার স্বস্তি
৫১ মি. আগে আবরার হত্যার বিচার দাবিতে কর্মসূচি ঘোষণা বিএনপির
১ ঘ. আগে বুয়েটে জুনিয়রদের আতঙ্ক ছিলেন ছাত্রলীগের এই অমিত
১ ঘ. আগেe দাবি না মানলে তালা ঝুলবে বুয়েটে
১ ঘ. আগে অমিতের মা-বাবা তীর্থে, জানেন না ছেলের খবর
১ ঘ. আগে আবরার হত্যার চার্জশিট দ্রুততম সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ ঘ. আগে আবরারের রুমমেট মিজানুর রহমান আটক
১ ঘ. আগে ছাত্ররাজনীতি নয়, বন্ধ করতে হবে অপরাজনীতি: ভিপি নুর
১ ঘ. আগে আবরার হত্যা: অ্যাম্বুলেন্স আটকে রেখে ছাত্রলীগের শোকর‌্যালি (ভিডিও)
২ ঘ. আগে সব ভবনে তালা দেয়ার হুমকি বুয়েট শিক্ষার্থীদের
২ ঘ. আগে ‘২০১১ নম্বর কক্ষে অনেক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন অমিত সাহা’
২ ঘ. আগে অমিত সাহার কক্ষে ডেকে নিয়েই বেধড়ক পেটানো হয় আবরারকে
৩ ঘ. আগে আবরার হত্যা: বহুল আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতার

পিবিএ/এমআর

আরও পড়ুন...