পিবিএ স্পোর্টস: ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া জাতীয় ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানিয়েছেন; “তারা আশা করছেন, আজ বুধবারই (২৩ অক্টোবর) আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে তারা আলোচনায় বসতে পারবেন। বিকেলে যেকোনো সময় বসব তাদের সাথে”
তিনি বলেছেন, “তামিমের (ইকবাল) সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সে জানিয়েছে, বোর্ডের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত সে একা দিতে পারবে না। তারা নিজেরা এটা নিয়ে আলাপ আলোচনা করবে। আশা করছি, আজ যেকোনো সময় আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব। আমরা এই ব্যাপারটার দ্রুত সমাধান চাই।”
উল্লেখ্য, গেল সোমবার পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি পাল্টানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন দেশের তারকা ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা।
পিবিএ/বাখ