ক্রিকেটাররা দাড়ি-গোঁফ ছাড়াও তো স্মার্ট হতে পারেন: ঋষি কাপুর

পিবিএ,ডেস্ক: মুসলমানদের জন্য দাড়ি রাখা সুন্নত। কিন্তু অমুসলিম হয়েও অনেকে দাড়ি রাখছেন কেন? বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা ও কেদার যাদবসহ প্রায় সব ক্রিকেটাদের মুখে দাড়ি রয়েছে।

মুসলমানের জন্য দাড়ি রাখা সুন্নত। তবে অমুসলিম হয়েও অনেকে দাড়ি রাখছেন।
ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় এই ক্রিকেটারদের দাড়ি রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতেরই কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের ক্রিকেটারদের মধ্যে এমন দাড়ি রাখার প্রবণতা কেন?’ কিংবদন্তি এই প্রবীণ নায়ক মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটারে বিশ্বকাপে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের ছবি পোস্ট করে লেখেন, ‘ক্রিকেটাররা দাড়ি-গোঁফ ছাড়াও তো স্মার্ট হতে পারেন।

তার এ বক্তব্যের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছেন তার ভক্তরা। রোহান শংকর নামের একজন লেখেন, এটি (দাড়ি সংস্কৃতি) তো সবখানেই রয়েছে। বলিউডের অনেকেই তো দাড়ি রাখছেন। গাব বাসসি নামের একজন রিটুইট করে বলেন, ক্লিন সেভ ছেলেদের দেখতে সুপার লাগে। মজার ব্যাপার হলো, ওই ব্যক্তির টুইটার প্রোফাইল পিকচারটিই দাড়ি রেখে তোলা।

গোলমাল গগন নামের একজন লেখেন, ২০১১ সালের বিশ্বকাপের খেলোয়াড়দের বেশিরভাগই ক্লিন সেভ ছিল। নীরাজ রেইয়া নামের একজন লেখেন, দাড়ি তো বলিউডের কাপুৃররাই রাখেন। বলিউডের অনেকেই রাখেন। আমি রনবীর কাপুর ও নিতু সিংয়ের বিগ ফ্যান। স্যার আপনি ওদের সুস্বাস্থ্য কামনা করুন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...