ক্রিকেটার মোহাম্মদ নবীর মৃত্যুর গুঞ্জন

পিবিএ ডেস্ক: মাত্র কয়েক দিন আগেই ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ থেকে দেশে ফিরে গেছেন মোহাম্মদ নবি এবং তার সতীর্থ আফগান ক্রিকেট দল। দেশে ফিরেই বসে থাকলেন না। নেমে পড়েছেন ক্রিকেট প্র্যাকটিসে। আফগান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত, বিভিন্ন প্রস্তুতিমূলক ম্যাচে নিয়মিতই দেখা যাচ্ছে আফগান ক্রিকেটের এই সিনিয়র খেলোয়াড়কে।

কিন্তু হঠাৎ করেই দু’দিন ধরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, ‘হঠাৎ মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ নবি। হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।’ বেশ কয়েকটি টুইটেই মোহাম্মদ নবির মৃ্ত্যুর বিষয়ে সংবাদ প্রকাশ করে বলা হচ্ছিল, এটা নিশ্চিত। কিন্তু এ ব্যাপারে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আফগান ক্রিকেট বোর্ড কিংবা মোহাম্মদ নবি- কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হচ্ছিল না।

এমন গুজব ছড়িয়ে পরার পরও মোহাম্মদ নবী শনিবার টুইট করে জানান, আমার মৃত্যুর খবরটি ভুয়া। আমি সুস্থ আছি।

সবশেষ বাংলাদেশ সফরে চট্টগ্রামে টেস্ট খেলে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট থেকে বিদায় নেন নবী। টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি রীতমতো খেলে যাচ্ছেন সাবেক এ অধিনায়ক।

২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় নবীর। সেই থেকে এ পর্যন্ত ১০ বছরে ২১১টি ওয়ানডেতে এক সেঞ্চুরির সাহায্যে দুই হাজার ৬৯৯ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১২৮ উইকেট শিকার করেছেন তিনি।

৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে চারটি ফিফটির সাহায্যে ১ হাজার ২৯১ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৬৯ উইকেট।

২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান এ পর্যন্ত তিনটি টেস্ট খেলে। আর এই তিন টেস্টেই দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন নবী। তিন টেস্টে ৮ উইকেট শিকার করেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

পিবিএ/ইকে

আরও পড়ুন...