
বাংলাদেশ ক্রীড়াঙ্গনে স্মরণীয় একটি দিন আজ। একই দিনে ক্রিকেট ও ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। কাকতালীয়ভাবে ক্রিকেট ও ফুটবল মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ একই—আফগানিস্তান। ক্রিকেটে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
একই দিনে বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার বাহিনী। এশিয়া কাপে ক্রিকেট ম্যাচকে সামনে রেখে ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।
আজকের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল যেন জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সেই শুভ কামনা জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলকে শুভকামনা। আমার আশা বাংলাদেশ ওখানেও জিতবে। একই সঙ্গে আমি আশা করি মানুষ যারা খেলা প্রেমী আছেন, তারা আমাদের ম্যাচ দেখবেন। ’
যদি দুটো দল জিতে, তাহলে কেমন লাগবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্যই খুব ভালো একটা দিন হবে। ফুটবলেও জিতল, ক্রিকেটেও জিতল। দিন শেষে তো জয়টাই মূখ্য, না? আশা করি আমরা দুই দলই জিতব।