ক্রিকেট প্রযুক্তিতে আসছে স্মার্ট বল, ধরা পড়বে খেলোয়ার, আম্পায়ারের ফাঁকি

পিবিএ ডেস্ক: ক্রিকেট প্রযুক্তিতে আসছে স্মার্ট বল। খেলার মাঠে আরো স্বচ্ছতা নিখুঁত করতে এই বল ব্যবহার করা হবে। যাতে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এতে আম্পায়ারও খেলোয়ারদের ফাঁকি দেয়া সহজে ধরা পড়বে।

সবকিছু ঠিকঠাক চললে তেমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে আগামী মরশুমের বিগ ব্যাশ টি-২০ লিগে। ওই টুর্নামেন্টেই প্রথম ব্যবহার করা হতে পারে ‘স্মার্ট বল’। বিষয়টি কী? সাধারণ ক্রিকেট বলের মতোই দেখতে সেই বল। অন্য বলের সঙ্গে তার পার্থক্যটা ভিতরের অংশে। বলের মধ্যে লাগানো হবে মাইক্রোচিপ। ফলে বলের গতি থেকে শুরু করে সন্দেহজনক ক্যাচ, ক্রিকেট আরও নিখুঁত হয়ে উঠবে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার তৈরি ‘স্মার্ট বল’-এর সাহায্যে।

সংবাদমাধ্যমে এই নিয়ে এখন বিস্তর লেখালিখি চলছে। জানা গিয়েছে, প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মাইকেল ক্যাসপরউইচের সংস্থার সঙ্গে মিলিতভাবে এই ‘স্মার্ট বল’ তৈরি করেছে ওই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাটি। তাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা ক্রিকেট দলের একাধিক তারকাকে।

সেই ভিডিওতে দাবি করা হয়েছে, বোলারের হাত থেকে ছাড়ার সময় বলের গতি, পিচে বাউন্সের আগের মুহূর্তের গতি, বাউন্স করার পরের গতি সব নিখুঁতভাবে জানা যাবে। এছাড়া বোলারের হাত থেকে ছাড়ার সময়কার স্পিন, পিচে বাউন্স করার পরের স্পিনও জানা যাবে। পাশাপাশি এই বল ডিআরএস পদ্ধতিকেও আরও নিখুঁত করবে বলে দাবি নির্মাতাদের।

বর্তমানে বলের গতি থেকে বল ব্যাটে লেগেছে কিনা যাবতীয় বিষয় বিশেষ Radar-এর মাধ্যমে দেখা হয়। কিন্তু, ‘স্মার্ট বল’-এর মধ্যে মাইক্রোচিপ থাকায় Radar-এর থেকে আরও নিখুঁত তথ্য মিলবে বলে দাবি করা হচ্ছে। এছাড়া সন্দেহজনক ক্যাচের ক্ষেত্রেও এই বল বিশেষ সাহায্য করবে থার্ড আম্পায়ারকে। শোনা যাচ্ছে, বিগ ব্যাশ ছাড়াও বিশ্বের একাধিক টি-২০ লিগ পরিচালনকারী সংস্থাদের সঙ্গে কথাবার্তা চলাচ্ছে বল নির্মাতা সংস্থা। তাদের আশা, ভবিষ্যতে আইসিসিও আন্তর্জাতিক ক্রিকেটে ‘স্মার্ট বল’-এর ব্যবহার শুরু করবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...