ক্লাসরুমের ভিডিও ভাইরাল

পিবিএ, ডেস্ক: এবার ক্লাসরুমে বসেই টিকটক ভিডিও বানিয়ে শিক্ষার্থী! সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছে তারা। ভিডিওটি ভাইরাল হতেও সময় লাগেনি। শোরগোল পড়ে গেছে ভারতের আলিপুরদুয়ারে ঘটনাটি সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিভাবক ও সাবেকদের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।
আর কয়েকদিন পরেই স্বাধীনতার দিবস। জোরকদমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি মডেল হাইস্কুলে। অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার ফাঁকে ক্লাসরুমে বসে টিকটক ভিডিও ফেলেছে একদল শিক্ষার্থী।

ভিডিটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্কুলের সাবেকরা। তাঁদের দাবি, ওই টিকটক ভিডিওয় খোদ স্কুল পরিচালন সমিতির সভাপতির মেয়েকেও দেখা গিয়েছে। তাই সব জেনেও শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখাও করেন সাবেকছাত্র-ছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করার প্রতিশ্রুতি দেন। কিন্তু, অভিভাবকরা যখন স্কুলে যান, তখন তাঁদের বলা হয়, সাতদিন পর বৈঠক হবে। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও প্রাক্তনীরা।

স্কুলের প্রধান শিক্ষক সজলকান্তি মিত্রের বক্তব্য, স্কুলে ইউনিট টেস্ট চলছে। সাতদিন পর পরীক্ষা শেষ হলে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। আর স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিমলচন্দ্র রায় বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য নাচ শেখাচ্ছিলেন দিদিমণিরা। তাঁদের অনুপস্থিতিতে এমন ভিডিও তৈরি করেছে পড়ুয়ারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু স্কুলে তো শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তাহলে তারা টিকটক ভিডিও তৈরি করল কী করে? সদুত্তর দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...