ক্ষুধায় নিজের পা খেল ‘গ্রেট ডেন’

পিবিএ, ডেস্ক–ক্ষুধার র জ্বালায় নিজের পা খেল ‘গ্রেট ডেন’ নামে একটি কুকুর। খিদের জ্বালায়। অভুক্তের জ্বালা ভুলিয়ে দেয় নিজের রক্তমাংস ছিঁড়ে খাওয়ার যন্ত্রণা।

শনবিার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করা হয়েছে। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার একটি পশুপ্রমী সংস্থার কর্মীরা ৬ বছরের এই কুকুরটিকে উদ্ধার করে শেল্টার কেন্দ্র নিয়ে আসেন। বিশালাক্রার চেহারা ঝুঁকে পড়েছে সামনে। ভালো করে দাঁড়ানোর ক্ষমতা নেই। জীর্ণ, হাড় জিড়জিড়ে। শরীরাটা জানান দিচ্ছে, তবুও সে বেঁচে আছে। বাঁচার রসদ জোগানো পিছনের পা, হারিয়ে, পঙ্গু শরীরে মৃত্যুর প্রার্থনাকরা ছাড়া, ওই পোষ্যের কীই বা করার আছে।

উদ্ধারকারী এনজিওর কর্মীরা বলছেন, এতদিনে অনেক পোষ্য কুকুরকেই তারা উদ্ধার করে নিজেদের শেল্টারে আশ্রয় দিয়েছেন। কিন্তু অতীতে এমন হৃদয়বিদারক অবস্থার সম্মুখীন হতে হয়নি কখনও।

জানা গেছে, কুকুরটির মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...