কয়রায় নবাগত ইউএনও অনিমেষ বিশ্বাসের কর্মস্থলে যোগদান

ওবায়দুল কবির সম্রাট,কয়রা(খুলনা): খুলনা জেলার কয়রা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস মঙ্গলবার সকাল ১০ টায় কর্মস্থলে যোগদান করেছেন। তিনি গত ১৩ জুলাই দায়িত্ব গ্রহন করেন। যশোর জেলা সদরের এ কৃতি সন্তান ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার(ভুমি) হিসাবে কর্মরত ছিলেন।

জানা যায়, তিনি ৩৩ তম বিসিএস প্রশাসনের এ কর্মকর্তা পদোন্নতি পেয়ে গত ২ জুলাই কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসাবেও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

নতুন কর্মস্থলে যোগদান করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে উপজেলা প্রশাসন। স্থানীয় বিশিষ্টজনদের পরামর্শ ও বিদায়ী ইউএনও শিমুল কুমার সাহা স্যারের পরামর্শ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে কয়রাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সবার সহযোগিতা পেলে কয়রা হবে দেশের সেরা উন্নত ও সমৃদ্ধ উপজেলা। তিনি আরও বলেন,
সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনা ভাইরাসের মহামারীতে ও আম্পান ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেনে কয়রা উপজেলাবাসী।
পিবিএ/এসডি

আরও পড়ুন...