ওবায়দুল করিব সম্রাট,কয়রা: কয়রায় করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী ও আম্পানে বিপর্যস্ত হয়ে পড়া অসহায় বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে ৩৮তম বিসিএস প্রশাসন পরিবারের সদস্যরা। ৩৮ তম বিসিএস প্রশাসন পরিবার এর সহযোগীতায় সেপটর ওয়েলফেয়ার অর্গানাইজেনের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার ( ১১ আগস্ট ) সকাল ১১টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় ১ নং ওয়ার্ডের ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয় ।এসময় পরিবারগুলোকে চাল, ডাল, তেল, স্যালাইন ও সাবানসহ প্যাকেজ হস্তান্তর করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরন কার্যক্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় তিনি ৩৮ তম বিসিএস প্রশাসন পরিবারকে এমন মহতি উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক অনেক সময় মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি করে মহৎ প্রাণ ও ধর্মভীরু করে তোলে। যখনই কোনো বালা-মুসিবত বা বিপদ-আপদ পৃথিবীতে নেমে আসে, তখন মানুষ সৃষ্টিকর্তার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে আত্মবিশ্লেষণের সুযোগ পায়। তাই , ঝড়, বন্যা, দুর্যোগ প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানবতার পাশে দাঁড়ানো দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার সব ধর্মপ্রাণ মানুষের অবশ্যকর্তব্য। বিপদের সময় বানভাসি মানুষের সেবায় এগিয়ে এসে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির তাদের পাশে দাঁড়ানো উচিত। ৩৮ তম বিসিএস প্রশাসন পরিবারের সদস্য, (বিটিসিএল) সহকারী ম্যানেজার প্রতীক দত্ত বলেন, আমরা এই পরিবারের সদস্যরা যার যার পেশাগত দায়িত্বের পাশাপাশি একতাবদ্ধ থেকে দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য একমত হই।‘মানুষ মানুষের জন্য’ মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে আমরাও ক্ষুদ্র পরিসরে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি। ‘৩৮ পরিবারের ’ সব সহকর্মী অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন।৩৮ বিসিএস ক্যাডার পরিবারের সদস্য হিসেবে বানভাসী জীবনযোদ্ধাদের জন্য কিছু করতে পেরে আমরা ভবিষ্যতে আরো মহৎ কাজের অনুপ্রেরণা পেয়েছি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই আলম সিদ্দিকি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,(আরইবি) সহকারী প্রকৌশলী সূর্যয় পাল, সেপটর ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি সৌরভ মল্লিক, সাধারণ সম্পাদক আসিফ ইমরান, উত্তর বেদকাশির একদল মানবিক যোদ্ধা বাদশা,এনামুল, ইসমাইল,বাহারুল, আবুহেনা প্রমুখ।এসব কার্যক্রমে অন্যতম সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন মাহফুজুল ইসলাম ইমন।
পিবিএ/এসডি